ক) উইল ব্যততী অন্যান্য দলিল সকাল ৯:৩০ মিনিট হইতে বিকাল ৩:০০ টা পর্যন্ত দাখিল গ্রহণ সাপেক্ষে ১ দিন।
খ) বালাম বহি প্রাপ্তি সাপেক্ষে ১ মাস হইতে ১ বছর।
গ) হস্তান্তর দলিল ফেরত প্রদান সকাল ৯:০০ টা হইতে দুপুর ১২:০০ টা পর্যন্ত। ৫২ (খ) ধারার রসিদ ধাখিল সাপেক্ষে ১ দিন।
ঘ) দলিলের নকল সংগ্রহ হইতে ৭ দিন।
সেবা পাবার ধাপসমূহ
১। দলিল রেজিষ্ট্রি করণে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান কল্পে কাজ সম্পাদন করা।
২। প্রয়োজনীয় কাগজপত্র পরে দলিল রেজিস্ট্রি করে দেয়া।
৩। দলিল বালাম ভূক্ত ও সূচী হওয়ার পর ওয়াফেজ প্রদান (দলিলের মালিকের কাছে হস্তান্তর করা)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস